আজ ২৯ জানুয়ারি (সোমবার) সকাল ১১ ঘটিকায় ‘মৃত্যুণ্জয়ী মুজিব’ প্রাঙ্গণে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ভাবধারার সংগঠন শাপলা ফোরাম, স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য, রোভার স্কাউট, বি. এন.সি.সি কর্তৃক বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.মো:হারুন-উর-রশিদ আসকারীর উপর প্রাণনাশের উদ্দেশ্যে কাপুরুষিত হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। “নৈতিক মানবব্ধন” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাপলা ফোরামের আয়োজিত এ কর্মসূচির প্রতি একাত্বতা ঘোষণা করে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীল দলের প্রফেসর ড.মো:শাহানুর আলম,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.মো:শাহাদাত হোসেন এবং ইবি থানার ওসি ।
শাপলা ফোরাম অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড.মোঃ সেলিম তোহা,ছাত্র উপদেষ্টা প্রফেসর ড.মো: আনোয়ারুল হক,প্রক্টর প্রফেসর ড.মো:মাহবুবার রহমান,প্রফেসর ড.মো:মাহফুজুর রহমান, প্রফেসর ড. শাহজাহান মন্ডল , প্রফেসর ড.মো:শাহানুর রহমান প্রমুখ।
এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.মো:সেলিম তোহা বলেন,”আমাদেরকে পর্যারক্রমে আন্দোলন চালিয়ে যেতে হবে যতদিন না সুষ্ঠু তদন্দ সাপেক্ষে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত হবে “।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীল দলের প্রফেসর ড.মো:শাহানুর রহমান বলেন,”এইরকম একজন স্বপ্নদ্রষ্টার উপর কাপুরুষিত হামলার তীব্র নিন্দা জানাই এবং আমরা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে যাবো”।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোঃশাহিনুর রহমান বলেন,”ষড়যন্ত্রের মূলহোতাকে ৩/৪ দিন অতিবাহিত হলেও চিহ্নিতকরণ করতে না পারা আমাদের জন্য লজ্জাজনক।অনতিবিলম্বে দোষীদেরকে শাস্তির আওতায় আনতে হবে”।
সাব্বির আহমেদ/সংবাদ-গ্যালারি.কম