২০১৮ সালে অ্যাপল ফের মেটাল বডির আইফোন নতুন করে আনছে

শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০১৭ | ৪:০৫ অপরাহ্ণ |

২০১৮ সালে অ্যাপল ফের মেটাল বডির আইফোন নতুন করে আনছে
প্রতিক ছবি

আইফোন ৮ এবং আইফোন এক্স মডেলে এ পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সিনেট। ২০১৮ সালে অ্যাপল ফের মেটাল বডির আইফোন নতুন করে আনছে।
এছাড়া জানা গেছে, আইফোন এক্স-এর মতো একই ধরনের পর্দার তিনটি নতুন আইফোন আনবে অ্যাপল। সামনের বছর ভিন্ন মাপের পর্দার তিনটি নতুন আইফোন আনবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। এই আইফোনগুলোর পর্দার মাপ হতে পারে ৬.৩ ইঞ্চি, ৬.১ ইঞ্চি ও ৫.৮ ইঞ্চি।
চলতি বছর প্রথমবারের মতো এলসিডি পর্দার পরিবর্তে আইফোন টেন-এ ওলেড পর্দা ব্যবহার করে অ্যাপল। আর আইফোনটিতে প্রায় কোনো বেজেলই রাখা হয়নি। বলা হচ্ছে একই নকশা অনুযায়ী সামনের বছর নতুন তিনটি আইফোন আনা হবে।
৬.১ ইঞ্চি মডেলে প্রথাগত এলসিডি পর্দাই ব্যবহার করা হতে পারে বলেও জানা গেছে। আইফোন ৮ ও ৮ প্লাসেও এলসিডি পর্দা ব্যবহার করেছে অ্যাপল।
প্রতিবেদনে আরও বলা হয়, ৬.১ ইঞ্চির এলসিডি পর্দার আইফোনটির পেছনে ধাতব প্যানেল রাখা হবে।
ফলে এতে অ্যাপলের নতুন ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা নাও থাকতে পারে। এ বছর ওয়্যারলেস চার্জিংয়ের জন্য আইফোন এক্স এবং আইফোন ৮-এর পেছনে গ্লাস প্যানেল রেখেছে প্রতিষ্ঠানটি।
আইফোন এক্স-এর বর্তমান বাজার মূল্য ৯৯৯ মার্কিন ডলার। নতুন আইফোনগুলোর মূল্য কেমন হতে পারে তা প্রকাশ করা হয়নি।

সূত্র : ইন্টারনেট


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com