অতি দরিদ্রদের কর্মসংস্থান সৃষ্টি জন্য কর্মসৃজন প্রকল্পের আওতায় ৪০ দিনের জন্য কাজের সুযোগ পেলেন লালমনিরহাট জেলার প্রায় ১০ হাজার শ্রমিক। মঙ্গলবার দুপুরে জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা গ্রামে এ কাজে উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিউল আরিফ। শ্রমিকদের এক একটি দলে অন্তর্ভুক্ত করে নিদিষ্ট প্রকল্পের আওতায় রাস্তা ঘাট, খেলার মাঠ, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের মাঠে মাটি ভরাটের কাজ করেন। এতে সাধারণ শ্রমিকরা দৈনিক দুই শত ও দলনেতা দৈনিক ২৫০ টাকা হারে মজুরি পাবেন।
শ্রমিকদের নিজ নামে ব্যংক হিসাব নম্বরে চেকের মাধ্যমে সপ্তাহে এক দিন মজুরি উত্তোলন করবেন। এ জন্য সরকারি কর্মদিবসে সপ্তাহে একদিন তাদের ছুটি থাকবে। তবে ছুটির দিনে মজুরি প্রাপ্ত হবেন না। শুরু থেকে মোট ৪০ দিন কাজ করে একজন সাধারণ শ্রমিক ৮হাজার টাকা এবং দলনেতারা ১০ হাজার টাকা আয় করতে পারবেন।
জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তার দায়িত্বে সহকারী কমিশনার সুজা উদ দৌলা জানান, চলতি বছরে লালমনিরহাটের ৫টি উপজেলায় মোট ৯ হাজার ২৪৬ জন শ্রমিক কর্মসৃজন প্রকল্পে কাজে সুযোগ পেয়েছেন। যার মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় এক হাজার ৯৩২জন, আদিতমারীতে এক হাজার ৮২২জন, কালীগঞ্জে এক হাজার ৯৫২জন, হাতীবান্ধায় দুই হাজার ১১জন ও পাটগ্রাম উপজেলার এক হাজার ৫২৯জন অতিদরিদ্র পরিবারের শ্রমিক রয়েছেন।
কর্মসৃজন প্রকল্পের কাজের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম, মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী, ইউপি সচিব আজহারুল ইসলাম আতিক, ইউপি সদস্য আব্দুল মজিদ ও ফারুক মিয়া প্রমুখ।
প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com
আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০
2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ
Development by: webnewsdesign.com