ময়মনসিংহে

আন্তঃজেলা পুলিশ সুপার বিতর্ক প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত…

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯ | ৭:৪৩ অপরাহ্ণ |

আন্তঃজেলা পুলিশ সুপার বিতর্ক প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত…
প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট

অনেক ত্যাগ সাধনার পর আমরা লাল-সবুজের দেশ বাংলাদেশ পেয়েছি, পেয়েছি মাতৃভাষা বাংলা। নানা প্রতিকূলের মধ্য দিয়ে বাংলাদেশ আজ বিশ্বের মানচিত্রে ঘুরে দাড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সকলের সহযোগিতায় দেশ আজ জঙ্গীমুক্ত হয়েছে। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন তাহলেই মাদকমুক্ত বাংলাদেশ হবে।

১৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে পুলিশ লাইন মাঠে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে আন্তঃজেলা পুলিশ সুপার বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী ও নিরাপদ সড়ক আন্দোলন বির্তক প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধন ও কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক বক্তব্যে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান এম.পি এইসব কথা বলেন।


জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন (বিপিএম বার) এর সভাপতিত্বে তিনি বক্তব্যে আরো বলেন, বাল্য বিবাহ, ইভটিজিং, সন্ত্রাস করে যারা দেশের শত্রু তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, মনিরা সুলতানা মনি এমপি, মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগ সভাপতি এড. জহিরুল হক, নাগরিক আন্দোলন সভাপতি এড. আনিসুর রহমান খান, জেলা কমিউনিটি ফোরাম প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান, দেশবরেণ্য লেখক ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল, বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফল হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, দেশবরেণ্য যাদুশিল্পী জুয়েল আইচ, ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান, আনন্দমোহন কলেজ অধ্যক্ষ নারায়ন চন্দ্র ভৌমিক, জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি আমীর আহম্মদ চৌধুরী প্রমুখ।


পরিশেষে অনলাইন জি.ডি (লস্ট এন্ড ফাউন্ড) পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেন তিনি। পাশাপাশি প্রীতি বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কৃত করেন।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com