ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ…

বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ | ৫:৩২ পূর্বাহ্ণ |

ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ…
প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট

ইবি প্রতিনিধি-

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। অর্থের মোহে একই দিনে দুই বিভাগের পরীক্ষায় দায়িত্ব পালন, ক্ষমতা ব্যবহার করে বিভাগের সব বর্ষের পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব নেয়া এবং ছুটি ছাড়াই ক্যাম্পাসে অনুপস্থিত থেকেও সম্মানী নেয়াসহ বেশ কয়েকটি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এদিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি পদের দায়িত্ব হস্তান্তরের দেড় মাস পার হলেও অর্থের হিসাব জমা দেন নি তিনি। সব বিষয় নিয়ে শিক্ষকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।


জানা গেছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চালু হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পান লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন। বিশ্ববিদ্যালয়ে বিভাগের সভাপতি পদের মেয়াদ তিন বছর। কিন্তু সভাপতি পদের মেয়াদ শেষ হবার পরও দায়িত্ব ছাড়তে তালবাহানা শুরু করে ড. রাকিবা বলে জানাগেছে। কর্তৃপক্ষকে বিভিন্ন ভাবে ম্যানেজ করে দ্বিতীয় মেয়াদে থাকার চেষ্টা করে। কোন এক কারণে তা আর সম্ভব হয়নি।

৬ আগষ্ট বিভাগে নতুন সভাপতি হিসাবে দায়িত্ব পায় সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন। দায়িত্ব হস্তান্তরের দেড়মাস পার হলেও বিভাগে খরচকরা অর্থের হিসাব জমা দিতে পারে নি ড. রাকিবা। দায়িত্ব হস্তান্তরের পরেই অর্থের সকল রশিদ জমা দেন ড. রাকিবা। কিন্তু কয়েক দিন পরে তার স্বামী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ড. রুহুল কুদ্দুস মোহাস্মদ সালেহ গোপনে বিভাগের অফিস সহকারীর মাধ্যেমে হিসাবের ফর্দ নিয়ে যান। এদিকে বিভাগের নামে সোফা ও ফার্ণিচেয়ার তৈরি করে নিজের বাসায় রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাসার পুরাতন সোফা বিভাগের অফিসে দিয়ে গেছে বলে অভিযোগ করেছে নাম প্রকাশে অনিচ্ছুক বিভাগের শিক্ষকরা। তারা আরো বলেন, ড. রাকিবা ইয়াসমিন একাই দুই বিভাগ মিলে ৯টা কোর্সের ক্লাস নেন। টাকার লোভে একই দিনে লোক-প্রশাসন ও রাষ্ট্রবিজ্ঞান উভয় বিভাগের পরীক্ষার হলে সুকৌশলে দায়িত্ব নেন। এছাড়া


রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সব বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি হিসাবে থাকেন তিনি। এদিকে অর্থ খরচ করতে ক্রয় কমিটি করার নিয়ম আছে ইবিতে। কিন্তু কোন কমিটি ছাড়াই বিভাগের টাকা নিজের ইচ্ছানুযায়ী খরচ করে ড. রাকিবা। দায়িত্ব হস্তান্তরের দেড় মাস পার হলেও অর্থের হিসাব নতুন সভাপতির কাছে জমা দেয় নি। এছাড়াও নিজ বিভাগের শিক্ষকদের স্বাক্ষর জালিয়াতি করে পরীক্ষার পারিশ্রমিকসহ নানা সময়ে অর্থ লোপাট করে ড. রাকিবা বলেও অভিযোগ করেছে শিক্ষকরা। ড. রাকিবা ইয়াসমিনের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদেরও অভিযোগের শেষ নেই। শ্রেণীকক্ষে আমাদের কাছ থেকে অ্যাসাইনম্যান্টের সফট ও হার্ড কপি গ্রহন করে ম্যাম। সফট কপি থেকে তৈরি করেন নতুন নতুন বই। তার লেখা বই আমাদের কাছে জোরপূর্বক বিক্রি করে। বই না কিনলে চূড়ান্ত পরীক্ষা নম্বর কম দেয়ার ভয় দেখান। এক কোর্সে দুই থেকে তিনটা ক্লাস আর একটা ইনকোর্স নিয়ে পার করে কোর্স বলে অভিযোগ করে লোক প্রশাসন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একাধিক শিক্ষার্থী। এছাড়াও তার লেখা ১৭৫ পৃষ্ঠার বই বিক্রি করেন দুইশত টাকায় বলে জানা গেছে।

ড. রাকিবা দায়িত্ব হস্তান্তরের পরে একাডেমিক কমিটির সিন্ধান্তে হিসাব নিরীক্ষণ কমিটি গঠন করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। কমিটিতে আহবায়ক হিসাবে প্রভাষক ওবাইদুল হক এবং রিপনোজ্জামান ও সেরিনা বিথীকে সদস্য করা হয়েছে। দায়িত্ব ছাড়ার দেড়মাস পার হলেও বিভাগের নিরীক্ষণ কমিটির সাথে কোন যোগাযোগ ও সহযোগিতা কোনটাই করেনি।


অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন বলেন, আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ ভিত্তিহীন। এরকম করার কোন প্রশ্নই ওঠে না। আর বিভাগের টাকার হিসাব দেয়ার জন্য আমি উপাচার্যের কাছে তিন মাস সময় নিয়েছি। এর মধ্যেই আমি হিসাব দিয়ে দিব।’

বিভাগের সভাপতি ফিরোজ আল মামুন বলেন,তিন মাসের মধ্যে অর্থের হিসাব দিতে চেয়েছেন সাবেক সভাপতি। ইবিতে দুর্নীতির বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি চালু আছে। কারো কোন দুর্নীতির সাথে জড়িত
থাকার প্রমান মেলে তবে অবশ্যই কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করবে।’ ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন,‘এটি বিভাগের একান্ত অভ্যন্তরীণ বিষয়। এক্ষেত্রে কোন সমস্যা হলে বিভাগ থেকে অভিযোগ করার কথা। বিভাগ থেকে আমার কাছে কোন অভিযোগ আসেনি। আসলে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে।’

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com