ওপেনার রোহিত শর্মা ৬ রান আউট

শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ | ১২:৪০ অপরাহ্ণ |

ওপেনার রোহিত শর্মা ৬ রান আউট
ফাইল ছবি...

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৫০ রানের জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারায় ভারত। ওপেনার রোহিত শর্মা ফিরে যান ৬ রান করে। পরে মায়াঙ্ক আগাওয়াল এবং চেতেশ্বর পূজারা মিলে ৯১ রানের জুটি গড়েন। তবে দ্বিতীয় দিনের শুরুতে ফিফটি করে আউট হন চেতেশ্বর পূজারা। এরপর শূন্য রানে ফেরেন বিরাট কোহলি। সেই ধাক্কা সামলে মায়াঙ্ক আগারওয়াল ও অজিঙ্কা রাহানে দলের লিড বাড়িয়ে নিচ্ছেন।

ভারত ৫৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রানে ব্যাট করছে। তারা লিড নিয়েছে ৩৮ রানের। মায়াঙ্ক আগারওয়াল ৯১ করে ক্রিজে আছেন। তার সঙ্গী আজিঙ্কা রাহানে খেলছেন ৩৫ রান করে। চেতেশ্বর পূজারা করেন ৫৪ রান। আবু জায়েদের বলে ক্যাচ দেন তিনি।


এর আগে প্রথম দিনের সকালের পেস সহায়ক উইকেটে ইশান্ত শর্মা এবং উমেশ যাদবের নতুন বলের ছোবলে ৩১ রানে ৩ উইকেট হারায় টাইগাররা। পরে মুমিনুল ও মুশফিক ৬৮ রানের জুটি গড়ে দলকে ভরসা দিচ্ছিলেন। কিন্তু মুমিনুল ৩৭ এবং মুশফিক ৪৩ রানে বিদায় নিলে ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ১৫০ রানের অলআউট হয় বাংলাদেশ।

ভারতের তিন পেসার মিলে প্রথম ইনিংসে নেন সাত উইকেট। মোহাম্মদ শামি দখল করেন তিন উইকেট। দুটি করে উইকেট নেন উমেশ যাদব এবং ইশান্ত শর্মা। এছাড়া অশ্বিন নেন দুই উইকেট।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com