চিরনিদ্রায় শায়িত হলেন ব্যারিষ্টার মওদুদ আহমদ…

শুক্রবার, ১৯ মার্চ ২০২১ | ৯:৪৯ অপরাহ্ণ |

চিরনিদ্রায় শায়িত হলেন ব্যারিষ্টার মওদুদ আহমদ…
প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেক্স রিপোর্ট/সংবাদ গ্যালারি

সাবেক মন্ত্রী, বর্ষীয়ান নেতা ব্যারিষ্টার মওদুদ আহমদের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায কোম্পানীগঞ্জে জানাজা শেষে লাখো মানুষের ভালবাসা ও শ্রদ্ধায় সিক্ত হয়ে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন ব্যারিষ্টার মওদুদ আহমদ।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা ড. তৌফিক-ই এলাহী, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. শাহাজাহান, বিএনপি নেতা বরকত উল্ল্যাহ বুলু, জয়নাল আবেদিন ফারুক, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, কেন্দ্রীয় বিএনপির সদস্য তাবিথ আউয়াল, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, মাহাবুবুর রহমান প্রমুখ।

সকালে রাজধানীতে দুই দফা জানাজার পর মওদুদ আহমদের নিজ এলাকা নোয়াখালীর কবিরহাট ও কোম্পানীগঞ্জে আরও তিনটি জানাজা হয়।


তার ব্যক্তিগত সহকারী মমিনুর রহমান সুজন গনমাধ্যমকে জানান, ঢাকার আনুষ্ঠানিকতা শেষে মওদুদ আহমদের মরদেহ হেলিকপ্টারযোগে কবিরহাট উপজেলায় নিয়ে আসা হয়। বাদ জুম্মা কবিরহাট সরকারি কলেজ মাঠ, বিকেল সাড়ে ৪টায় বসুরহাট সরকারি কলেজ মাঠ, ৬টা ১০ মিনিটে মানিকপুরের নিজ বাড়ীতে তার জানাজা হয়।

নোয়াখালী-৫ আসন (কোম্পানীগঞ্জ- কবিরহাট) থেকেই ব্যারিষ্টার মওদুদ আহমেদ পাঁচ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিএনপির স্থায়ী কমিটির এ নেতা গত ১৬ মার্চ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com