ঠাকুরগাঁওয়ে ভূমিহীন ও গৃহহীন মানুষের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন…

বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১ | ১১:৩৯ অপরাহ্ণ |

ঠাকুরগাঁওয়ে ভূমিহীন ও গৃহহীন মানুষের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন…
প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেক্স রিপোর্ট

মুজিববর্ষে আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন মানুষের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসক।

বৃহস্পতিবার(২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক ড.কে.এম কামরুজ্জামান সেলিম জানান, জেলার ৫টি উপজেলায় ৭৯২টি গৃহনির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘর নির্মানে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা করে।


জেলা প্রশাসক আরো জানান, জেলায় একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রথম পর্যায়ে গৃহ নির্মণ কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ন হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১হাজার ২’শ ১৭টি গৃহের জমি নির্বাচন ও নির্মাণ কাজ চলমান রয়েছে। আমরা সকলে মিলে মাননীয় প্রধাণমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আগামী দিনেও সরকারের সকল কার্যক্রম বাস্তবায়নে বদ্ধপরিকর।

এর আগে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভূট্টো,সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুলসহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com