ঠাকুরগাঁওয়ে হাট ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ…

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০ | ১১:২৬ অপরাহ্ণ |

প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট

ঠাকুরগাঁও প্রতিনিধি :

করোনার প্রার্দূভাবে মানুষ যখন দিশেহারা। এক মুঠো খাদ্যের জন্যে রাস্তা অবরোধ করছে। ঠিক সেই সময়ে মুনাফা খোর অসাধু ব্যাক্তিরা অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।


এমনি ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়খোঁচাবাড়ি হাটে।মালামাল জিম্মি করে সরকারের নির্দেশনাকে
তোয়াক্কা না করে নিজেদের নিয়ম তৈরী করে দ্বিগুণ হারে টোল আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। প্রশাসনকে জানিয়েও সুরাহা মিলছে না বলে অভিযোগ ক্রেতা-বিক্রেতাদের।

ভুক্তভোগীরা জানায়, জেলার হাট-বাজার গুলোতে সরকারের দেয়া নির্ধারিত চার্ট অনুযায়ী টোল আদায় না করে দ্বিগুন হারে টোল আদায় করা হচ্ছে। প্রতিবাদ করতে গেলে উল্টো লাঞ্চনার শিকার হতে হয়।


শহরের তেলীপাড়ার ইব্রাহীম আলী জানায় বড়খোচাবাড়ি হাটে একটি গরু কিনলে ইজারাদারকে (হাসিল) দিতে হয় ৩৬০ টাকা। কিন্তু রশিদ দেয় ২২০ টাকার। বাকী টাকার রশিদ চাইতে গেলে লাঞ্চনার শিকার হতে হয়। তিনি আরও বলেন বিষয়টি নিয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানিয়েছি। কই তিনি তো কোন প্রদক্ষেপেই
নিলেন না। তাহলে প্রশাসন কি জিম্মি হয়ে গেছে।

মাদারগঞ্জ থেকে গরু কিনতে আসা নারায়ন চন্দ্র বলেন দেশটাতে অরাজকতা শুরু হয়েছে। একদিকে করোনা ভাইরাস অপরদিকে মালিক পক্ষের চেপে দেয়া নিয়ম সাধারণ মানুষকে অতিষ্ঠ করে ফেলেছে।


একই কথা বলেন সালন্দর থেকে আসা আনোয়ার, আল-মামুন ও রবিউল ইসলাম।

শেনুয়াপাড়া এলাকার রবিউল ইসলাম অভিযোগ করে বলেন একটি ছাগল কিনলে ইজারা দিতে হয় ১৫০ টাকা। কিন্তু রশিদ দেয় ৯০ টাকার। ৬০ টাকার কোন রশিদ দেয়া হয় না। বিষয়টি নিয়ে কথা বললে উল্টো ইজাদারের লোকেরা দূরব্যবহার করে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন এই দিন ডাকাতি নিয়ন্ত্রনের কেউ নাই।

বড়খোচাবাড়ী এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায় হাট কমিটির সাথে জড়িত আওয়ামীলীগের নেতাকর্মী বাহিনী। কেউ কিছু বলতে চাইলেও তারা পারেন না। অতিরিক্ত টাকা আদায়ের অংশ অদৃশ্য শক্তির কাছে যায় বলে জানান তিনি।

জগন্নাথপুর কালিতলা এলাকার কৃষক প্রেমানন্দ জানায় আমরা কৃষক মানুষ। ফসলের দাম পাইনা। আবার বাজারে বেঁচতে আসলে অতিরিক্ত টোল দিতে হয়। হাটে সকল পন্য কেনা-বেচার ক্ষেত্রে একই ঘটনা ঘটছে বলে জানায়
ক্ষতিগ্রস্থ কৃষকরা।

হাট ইজারাদার গনেশ চন্দ্র এ প্রসঙ্গে কোন কথা বলতে রাজি হননি। উল্টো তিনি বলেছেন গড়েয়াসহ অন্য হাট গুলোতে আরও বেশী টোল আদায় করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন বিষয়টি দেখছি। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com