ঠাকুরগাঁওয়ে

দূর্গোৎসবে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান…

সোমবার, ১৮ অক্টোবর ২০২১ | ৩:৩৯ অপরাহ্ণ |

দূর্গোৎসবে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান…
প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেক্স রিপোর্ট/সংবাদ গ্যালারি

দূর্গোৎসবে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসুচি পালিত হয়েছে।

সোমবার (১৮ই অক্টোবর) দুপুরে শহরের চৌরাস্তায় জেলার কয়েকটি সংগঠনের ব্যানারে এসব কর্মসুচি পালিত হয়।


ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ, হিন্দু মহাজোটের সভাপতি গৌর হরি বর্মন, সাধারণ সম্পাদক অরুন কুমার রায়, প্রফেসর মনতোষ কুমার দে, গড়েয়া ইসকন মন্দিরের সহকারী অধ্যক্ষ কংসহন্ত দাস, পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, জেলা যুব মহাজোটের আহ্বায়ক জয় মহন্ত অলক সহ অন্যান্যরা।

এ সময়ে বক্তারা বলেন, রাষ্ট্রের ভাবমুর্তি নষ্ট করতে একটি কুচক্রীমহল মহল দূর্গোৎসবের সময় বিশৃংখলা পরিস্থিতির সৃষ্টি করেছে।


আমরা চাই সকল সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে স্বাধীনভাবে উৎসব পালন করুক। তাই রাষ্ট্রের সুনাম অক্ষুন্ন রাখতে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে কার্যত ভুমিকা পালন করবে প্রশাসন। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রদক্ষিন করে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের হাতে বেশকিছু দাবি সম্বলিত একটি স্বারকলিপি প্রদান করেন তারা।


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com