পঞ্চগড়ে সমবায় সমিতি ফিলিং স্টেশনের ৩৫ হাজার টাকা অর্থদণ্ড…

বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২ | ৫:১৯ অপরাহ্ণ |

পঞ্চগড়ে সমবায় সমিতি ফিলিং স্টেশনের ৩৫ হাজার টাকা অর্থদণ্ড…
প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেক্স রিপোর্ট

পঞ্চগড়ে ওজনে কারচুপির দায়ে সমবায় সমিতি মোটর শ্রমিক ফিলিং স্টেশনের ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ই আগস্ট) দুপুরে বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার সমবায় সমিতি মোটর শ্রমিক ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক এ অর্থদণ্ড প্রদান করেন।


জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বোদা উপজেলার এলিট, সোনার বাংলা, শাবাব ও সমবায় সমিতি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় পেট্রোল ও অকটেনে পরিমাপে কম পাওয়ায় সমবায় সমিতি মোটর শ্রমিক ফিলিং স্টেশনকে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করে এবং পরবর্তীতে মেশিন ঠিক করে তেল বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযান পরিচালনায় পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, ওজনে কারচুপির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৮ ধারা মতে ওই ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়। ভোক্তারা যাতে সঠিক মাপে তেল পায় সে লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com