শীঘ্রই পঞ্চগড়-বাংলাবান্ধা টু নিউ জলপাইগুড়ি পর্যন্ত রেলপথ স্থাপন হবে-রেলমন্ত্রী

সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১ | ৬:৫৯ অপরাহ্ণ |

শীঘ্রই পঞ্চগড়-বাংলাবান্ধা টু নিউ জলপাইগুড়ি পর্যন্ত রেলপথ স্থাপন হবে-রেলমন্ত্রী
প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেক্স রিপোর্ট/সংবাদ গ্যালারি

খুব শীঘ্রই পঞ্চগড় থেকে বাংলাবান্ধা স্থল বন্দর এবং পার্শ্ববর্তী ভারতের শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়ি রেল স্টেশন পর্যন্ত রেলপথ স্থাপন করা হবে। এর ফলে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের ব্যবসাসহ সর্বক্ষেত্রে প্রসার ঘটবে। ’

সোমবার(২২ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের উঁচু ও বর্ধিত প্লাটফরমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


রেলমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে শুধু রেল মন্ত্রণালয়ের উন্নয়ন নয়, সমগ্র দেশের উন্নয়ন হতো। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় রেল ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছে। কোনোরকম নতুন রিক্রুটমেন্ট ছাড়াই গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকদের রেল থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। বিএনপি ও অন্যান্য দল ক্ষমতাকে পোক্ত করার জন্য কাজ করেছে, দেশের স্বার্থ চিন্তা করেনি।

রেলমন্ত্রী বলেন,‌‘তথ্যপ্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে আগামী দিনে দেশের ১৬ কোটি মানুষ যেন রেলের সেবা পায়,সে পরিকল্পনা নিয়ে রেল মন্ত্রণালয় কাজ করছে।


তিনি বলেন, ‘আজকে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে সেই স্থানে নিয়ে যেতে আমরা কাজ করছি। সেই অনুযায়ী বঙ্গবন্ধু নতুন দ্বিতীয় সেতুতে শুধু রেলপথ স্থাপনের কাজ শুরু হয়েছে। যে সেতুতে মিটারগেজ ও ব্রডগেজ রেল লাইন থাকবে এবং ট্রেন ১২০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে। এ ছাড়া ঢাকা থেকে মংলাবন্দর পর্যন্ত নতুন রেলপথ স্থাপন, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সমগ্র দেশ থেকে রেলপথে কক্সবাজার যাওয়ার ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।

এর ফলে শুধু পঞ্চগড় ও ঠাকুরগাঁও নয়, সমগ্র দেশের মানুষ স্বাচ্ছন্দ্যে নিরাপদে এবং স্বল্প ভাড়ায় ট্রেনে যাতায়াত করতে পারবে। ’


আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com