২০১৮ সালে ফেসবুক নতুন রেজুলেশন ঠিক করেছে

বুধবার, ১০ জানুয়ারি ২০১৮ | ১১:০৮ অপরাহ্ণ |

২০১৮ সালে ফেসবুক নতুন রেজুলেশন ঠিক করেছে
মার্ক জাকারবার্গ। ছবি : সংগৃহীত
২০১৭ সাল সোশ্যাল মিডিয়া ফেসবুকের জন্য ভালো যায়নি। নানা দিক থেকে বিশেষ করে মার্কিন নির্বাচনে ফেসবুকের ভূমিকা নিয়ে সমালোচনা হয়েছে ব্যাপক। আবার বিজ্ঞাপন নিয়েও ছিল নানা বিতর্ক। আর এসব কাটিয়ে উঠতেই ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ ২০১৮ সালে তার নতুন রেজুলেশন ঠিক করেছেন। এ বছর জাকারবার্গ ফেসবুকের বেশকিছু সমস্যা ঠিক করবেন বলে পরিকল্পনা করেছেন। ৪ জানুয়ারি বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে জাকারবার্গ লেখেন- ফেসবুকে বিভিন্ন নেতিবাচক ইস্যু, বিদেশি হস্তক্ষেপ, ফেসবুকের মাধ্যমে হয়রানি ও ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতির সম্ভাব্য হুমকি ঠেকানোর লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। বর্তমানে ২০০ কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে থাকেন। আর তাই ফেসবুকের অপব্যবহার এখনও পুরোপুরি ঠেকানো সম্ভব হয়নি বলে মনে করেন জাকারবার্গ। ২০০৯ সাল থেকে জাকারবার্গ প্রতিবছর নিজের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ সেট করেন। নয় বছর আগের চ্যালেঞ্জের সঙ্গে এবারের চ্যালেঞ্জ তুলনা করে জাকারবার্গ লিখেছেন, ‘ওই সময় অর্থনৈতিক মন্দায় ফেসবুক লাভজনক ছিল না ফলে ফেসবুক যাতে টেকসই ব্যবসায় মডেলে রূপান্তরিত হয় সেদিকে গুরুত্ব দিতে হয়েছিল।’ প্রসঙ্গত গত বছর যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্য ভ্রমণ এবং স্থানীয়দের সঙ্গে সময় কাটানোর লক্ষ্য নির্ধারণ করেছিলেন তিনি। আর এ কারণে নানা মাধ্যমে জাকারবার্গ রাজনীতিতে আসতে পারেন এমন সংবাদের শিরোনাম হয়েছিলেন।

আপনার মুল্যবান মতামত দিন......

comments

প্রধান কার্যালয়: শিমুল লজ, ১২/চ/এ/২/৪ (২য় তলা), রোড নং ৪, শেরেবাংলা নগর,শ্যামলী,ঢাকা‌.
বার্তা বিভাগ-01763234375 অথবা 01673974507, ইমেইল- sangbadgallery7@gmail.com

আঞ্চলিক কার্যালয়: বঙ্গবন্ধু সড়ক, আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন, বাসস্ট্যান্ড, ঠাকুরগাঁও-৫১০০

2012-2016 কপি রাইট আইন অনুযায়ী সংবাদ-গ্যালারি.কম এর কোন সংবাদ ছবি ভিডিও কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোথায় প্রকাশ করা আইনত অপরাধ

Development by: webnewsdesign.com